Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রসম্পদ ব্যবহারে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর প্রধানমন্ত্রীর


২১ মে ২০২০ ২০:৩৩

ফাইল ফটো

ঢাকা: সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়াতে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১) ইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের ইকোনোকিমক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এসকাপ) সম্মেলনের উদ্বোধনী অনু্ষ্ঠানে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ গুরুত্বাপরোপ করেন। কোভিড -১৯ মহামারির কারণে প্রথমবারের মতো এসকাপ’র ৭৬তম অধেবেশনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সম্মেলনের এবারের প্রতিপাদ্য- ‘Promoting economic, social and environmental cooperation on oceans for sustainable development.’

শেখ হাসিনা বলেন, ‘দারিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ ছাড়াও সাগর-মহাসাগর মানুষের জীবন যাপনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। দীর্ঘ মেয়াদী জাতীয় উন্নয়ন কৌশলের অংশ হিসেবে আমাদের সরকারও নীল অর্থনীতিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়েছে।’

সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে তিনি সমুদ্র সম্পদে সমৃদ্ধ দেশগুলো থেকে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিবিনিময় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে পুরো বিশ্ব আজ এক চ্যালেঞ্জর মুখোমুখি; যা স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি অর্থনীতিকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে।‘

এই মহামারি মোকাবিলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসকাপ প্রধানমন্ত্রী ভিডিও বার্তা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর