আম্পানে আম কুড়াতে গিয়ে গাছচাপায় নারীর মৃত্যু
২১ মে ২০২০ ১৮:২৩ | আপডেট: ২১ মে ২০২০ ১৯:৪৬
চাঁদপুর: চাঁদপুরে ঘূর্ণিঝড় আম্পানের সময় আম কুড়াতে গিয়ে গাছচাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) রাতে চাঁদপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। এছাড়া জেলায় আর তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গাছচাপায় নিহত জান্নাত বেগম (৩৫) চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের রাড়িরপুল এলাকার ওহাব গাজীর মেয়ে।
স্থানীয়রা জানান, আম্পানের প্রভাবে ঝড়ো বাতাস চলাকালীন রাত দুইটার দিকে জান্নাত বেগম আম কুড়াতে গেলে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের মামাতো ভাই মানিক মিয়া বলেন, ‘আমার ফুফাতো বোন রাত দুইটার দিকে গাছচাপা পড়ে মারা যান। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় তার দাফন সম্পন্ন হয়েছে।’
বালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, ঝড়ের সময় ঘরের বাইরে আম কুড়াতে গেলে গাছের ডাল পড়ে তিনি মারা যান। পরে সকালে স্বজনরা সেখানে তার মরদেহ পান বলে জানতে পেরেছি।
এদিকে ঘূর্ণিঝড়ে জেলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান।