আম্পানের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন ২০ লাখ গ্রাহক
২১ মে ২০২০ ১৬:১৩ | আপডেট: ২১ মে ২০২০ ২০:৩১
ঢাকা: সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে দেশের উপকূলের ২৫ জেলার কমপক্ষে ২০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আম্পানের কারণে বুধবার থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলেছে, আবার কোথাও ভেঙে পড়েছে। অধিকাংশ স্থানে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার (২১ মে) দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ২০ লাখ গ্রাহক বিদুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে। বিতরণ সংস্থা ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিন জানান, ঝড়ো হাওয়ায় সব ফিডার বন্ধ হয়ে গেছে। অসংখ্য খুঁটি ভেঙেছে ও বিদ্যুতের তার ছিঁড়ে গেছে
তিনি বলেন, ‘আমাদের আগাম প্রস্তুতি ছিল। সেজন্য সারারাতের ঝড়-বৃষ্টি থামার পর সকাল থেকেই লণ্ডভণ্ড হয়ে যাওয়া বিদ্যুতের খুঁটির তার মেরামতে নেমেছে বিতরণ সংস্থার কর্মীরা। সন্ধ্যার মধ্যে সংযোগ দেওয়া যাবে বলে আশা করছি।’
জানা যায়, দেশের উপকূলীয় বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশালসহ উপকূলের প্রায় ৫০ ভাগ বিদুতের লাইন ঝড়ে বন্ধ হয়ে গেছে। ওজোপাডিকো নির্বাহী পরিচালক ( প্রকৌশল) আবুল হাসান বলেন, ‘ভোলার চরফ্যাশনের প্রায় ৫০ হাজারের মতো গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছন। আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল। তাই এখন মেরামত চলছে।’
পটুখালীর কমলাপুর গ্রামের বাসিন্দা সুনীল চন্দ্র রায় বলেন, ‘বুলবুলেও এমন ক্ষয়ক্ষতির শিকার হয়নি। ফসল তো নষ্ট হয়েছেই, মধ্যরাতে ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে। বুধবার সকাল থেকে বিদ্যুত নেই পুরো গ্রামে।’
বাউফল উপজেলারও বিভিন্ন স্থানে গাছ পড়ে গিয়ে বিদুতের তার বিচ্ছিন্ন হয়েছে। বুধবার দুপুর থেকে সাত ঘণ্টা বিদ্যুৎ ছিল না বলে একাধিক গ্রাহক জানিয়েছেন।
এছাড়া গাজীপুর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গাজীপুরের কোনাবাড়ীর সবুজ কানন এলাকায় টানা ৬ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ বেলায়েত হোসেন সারাবাংলাকে জানান, উপকূলীয় ২৫টি এলাকার বিদ্যুত কম বেশি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের আগে থেকে প্রস্তুতি ছিল। সে অনুযায়ী কাজ করছি। এখন মেরামত চলছে। সন্ধ্যার মধ্যে মেরামত শেষ করা যাবে আশা করি।