Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলক্ষেত মোড়ে থেকে ইয়াবা উদ্ধার: তিনজন কারাগারে


২১ মে ২০২০ ০১:২৭

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকা থেকে এক হাজার তিন শত পঁচিশ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতার তিনজনের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, মো. বিপ্লব হাসান (২৯), মো. রফিক গাজী (৩২) ও মো. সাইদুল ইসলাম (৩২)।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে গত ১৮ মে নিউমার্কেট থানার নীলক্ষেত মোড়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে অভিনব পন্থায় লুকিয়ে রাখা এক হাজার তিনশ পঁচিশ পিস ইয়াবা উদ্ধার করা হয। যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা।

ওই ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলাটি দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/জেএইচ

ইয়াবা কারাগার গ্রেফতার নামঞ্জুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর