Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাড়াটিয়াকে মারধর: বাড়িওয়ালা ও তার ভাতিজার জামিন


২১ মে ২০২০ ০০:৪৭

ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় ভাড়া না পেয়ে ভাড়াটিয়া ও তার দুই ছেলেকে মারধরের অভিযোগের মামলায় বাড়িওয়ালা ও তার ভাতিজার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ মে) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন। জামিন পাওয়া আসামিরা হলেন- রাজু আহমেদ ও তার ভাতিজা দাউদ ইব্রাহিম সোহান।

এসময় পুলিশ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। অপরদিকে, আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। বাদীও এসময় আদালতে হাজির ছিলেন। তিনি আসামিদের জামিন দিলে তার কোনো আপত্তি নেই, বলে আদালতকে জানান।

বিচারক শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আদেশ দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বাড়িওয়ালা রাজু ভাড়াটিয়া হান্নানকে রাস্তায় পেয়ে ভাড়া দাবি করেন। হান্নান দিতে অপারগতা প্রকাশ করেন। তখন রাজু ও তার ভাতিজা সোহান মিলে হান্নানকে মারধর করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে হান্নানের দুই ছেলে গেলে তাদেরও মারধর করা হয়।

জামিন বাড়িওয়ালা ভাড়াটিয়া মামলা মারধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর