করোনা উপসর্গ নিয়ে ফটোসাংবাদিক মিজানুরের মৃত্যু
২০ মে ২০২০ ১৮:২৫ | আপডেট: ২০ মে ২০২০ ১৮:২৮
ঢাকা: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক বাংলাদেশের ফটোসাংবাদিক এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি এম মিজানুর রহমান খান মারা গেছেন।
বুধবার (২০ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) করোনাভাইরাস পরীক্ষা করানোর জন্য নমুনা দিতে গিয়েছিলেন তিনি। সেখানে অপেক্ষা করতে করতেই অসুস্থবোধ করেন তিনি। একপর্যায়ে পড়ে যান। পরে ডিআরইউ নেতারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. মিজানুর রহমান দীর্ঘদিন ডেইলি ইন্ডিপেন্ডেন্ট প্রত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন। সবশেষ তিনি বাংলাদেশের খবর পত্রিকায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায়। দুই ছেলেমেয়ে ও স্ত্রী রেখে গেছেন তিনি।
মিজানুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ ফটোর্জানালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা শোক জানিয়েছেন। তারা মিজানুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ডিআরইউ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফটো সাংবাদিক