Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলার চরাঞ্চলের ৩ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে


১৯ মে ২০২০ ২২:৪৩

ভোলা: ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির অংশ হিসেবে ভোলার ২১টি চরের তিন লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকেই জেলা প্রশাসনের মাধ্যমে নৌ-বাহিনী, নৌ পুলিশ, পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় মানুষদের আশ্রয় কেন্দ্রে আনার কাজ শুরু হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার চরফ্যাশন উপজেলার ঢালচর থেকে ৫০টি ট্রলার যোগে প্রায় ১০ হাজার মানুষকে মূল ভূখণ্ড চরফ্যাশনের আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। সেইসঙ্গে আশ্রয় নেওয়া মানুষদের সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য অতিরিক্ত ৪০০টিসহ সর্বমোট ১ হাজার ১০৪টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘূর্ণিঝড়ে সাবাইকে সতর্ক করার পাশাপাশি নিরাপদে আসতে সিপিপি ১০ হাজার ২০০ স্বেচ্ছাসেবী উপকূলের বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছে। এছাড়াও আশ্রয় কেন্দ্রে মানুষদের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি শুকনো খাবার ও শিশু খাবার প্রস্তুত রাখা হয়েছে।

আম্ফান আশ্রয় কেন্দ্র ঘূর্ণিঝড় ভোলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর