Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ হলেন করোনা আক্রান্ত আরও ১৪৫ পুলিশ


১৯ মে ২০২০ ১৯:৫৫

ঢাকা: মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের আরও ১৪৫ সদস্য নতুন করে সুস্থ হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে পুলিশে মোট সুস্থ হলেন ৪০৭ জন।

সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে পুলিশের আরও ১৪৫ জন সদস্য সুস্থ হয়েছেন। তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এই সদস্যরা বিভিন্ন সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১৪৫ জনকে পরপর দুইবার টেস্ট করা হয়। টেস্টে দুইবারই নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দিয়েছে। আনুষ্ঠানিকভাবে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে বিদায় জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।

এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

করোনা আক্রান্ত পুলিশ সুস্থ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর