Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যতই ঝড়-ঝাণ্ডা আসুক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব’


১৯ মে ২০২০ ১৪:১০ | আপডেট: ১৯ মে ২০২০ ১৫:৩৬

ঢাকা: যতই ঝড়-ঝাণ্ডা আসুক, বাধা আসুক কাটিয়ে উঠতে পারব। এই দুর্যোগ কাটিয়ে উঠে অগ্রযাত্রা অব্যাহত রখতে পারব বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা দুর্যোগের মধ্যে আরেক দুর্যোগ ঘূর্ণিঝড়। এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। সেই সক্ষমতা আমাদের রয়েছে। তাছাড়া আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি।’

তিনি বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ হবে। শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছিলাম। এর মধ্যে করোনা ভাইরাসের মতো দুর্যোগ চলে এলো। এরপর আবার ঘূর্ণিঝড়। যতই আঘাত আসুক, ঝড়-ঝাণ্ডা আসুক, বাধা আসুক বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সমস্যা চিরদিন থাকে না। এক সময় নিশ্চয়ই এটা কাটিয়ে উঠতে পারব। সবকিছু আমাদের সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। এটাই মাথায় রাখতে হবে দুর্যোগ আসতে পারে, কিন্তু সেটাকে মোকাবিলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব।’

অগ্রযাত্রা অব্যাহত ঝড়-ঝাণ্ডা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর