সবজি নিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে চসিক মেয়রপ্রার্থী রেজাউল
১৯ মে ২০২০ ১৩:৩৮ | আপডেট: ১৯ মে ২০২০ ১৫:২৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিম্ন আয়ের মানুষের মাঝে সবজি বিতরণ করেছেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। তিনি করোনা পরিস্থিতিতে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী। এদিকে রেজাউলের কাছ থেকে বিনামূল্যে সবজি পেয়ে নগরীর বাকলিয়া এলাকার দেড় হাজার দুঃস্থ মানুষ খুশি হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে ‘ফ্রি সবজি বাজার’ পরিচালিত হয়। সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চু এই সবজি বাজারের উদ্যোক্তা, যাতে সম্পৃক্ত হয়েছেন মেয়রপ্রার্থী রেজাউলও। প্রায় দুই মাস ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বাচ্চুর নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী এই সবজি বাজার পরিচালনা করে আসছেন।
বাকলিয়ার নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিনামূল্যে মিষ্টিকুমড়া, লাউ, শসা, চিচিঙ্গা, ঢেঁড়শ, আলু, বাঁধাকপি এবং দেড় হাজার মুরগির ডিম বিতরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানতে চাইলে রেজাউল করিম চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘করোনা পরিস্থিতিতে সবচেয়ে কষ্টে আছেন গরীব ও নিম্ন আয়ের মানুষ। ত্রাণ হিসেবে আমরা চাল-ডাল দিচ্ছি। কিন্তু শুধু চাল-ডাল খেয়ে তো দিন পার করা যাবে না। তাদের হাতে হয়তো শাকসবজি কেনার মতো টাকাও নেই। এজন্য আমাদের সাবেক ও বর্তমান ছাত্রলীগের ভাইয়েরা বিনামূল্যে সবজি বিতরণ করে আসছেন। আমিও তাদের উদ্যোগে একাত্ম হয়েছি। এটা একটা দৃষ্টান্ত এবং এটা অনুসরণ করে সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।’
এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আরশেদুল আলম বাচ্চু, নগরীর ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দিন, নগর যুবলীগ নেতা রফিকুল আলম রুবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুস সাকিব, শওকত আলম, নাদিম উদ্দিন,ওমরগণি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা এম হাসান আলী, সুলতান মাহমুদ ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।