Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলবাহী ট্রাকে বাড়ি ফেরার পথে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত


১৯ মে ২০২০ ১৩:০৬ | আপডেট: ১৯ মে ২০২০ ১৩:৪৫

সিরাজগঞ্জ: করোনাভাইরাস পরিস্থিতির কারণে গণপরিবহন বন্ধ থাকায় সয়াবিন তেলবাহী ট্রাকে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন। পথে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকটি খাদে পড়ে গেলে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নলকার ফুলজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা এলাকার আলী আকবর (২৮) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রূপসীপাড়া এলাকার সোহেল রানা (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী সয়াবিন তেলের ড্রাম বোঝাই একটি ট্রাকের কেবিনে যাত্রী পরিবহন করছিল। ওই ট্রাকটি নলকা সেতুর পশ্চিম এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায় এবং ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

এছাড়া গুরুতর আহত অপর তিনজনকে হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি খাইরুল।

৩ জনের মৃত্যু খাদে তেলবাহী ট্রাক সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর