Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ২৪ ক্রেতা বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


১৯ মে ২০২০ ০৩:০৩

করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে চুয়াডাঙ্গা জেলায় দোকানপাট, বিপনীবিতান বন্ধ করার সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ২৪ জন ক্রেতা ও বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।

সোমবার (১৮ মে) দুপুরে চুয়াডাঙ্গা বড়বাজার, নিউ মার্কেটে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন, হাবিবুর রহমান ও জান্নাতুল ফেরদৌস। আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকান মালিক, দোকান কর্মচারী ও ক্রেতাসহ ২৪ জনকে ৭৫ হাজার ৯শ টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, সোমবার ভোর থেকে ব্যবসায়ীরা বাইরে থেকে তালা দিয়ে দোকানের ভিতরে কেনাবেচা করছিল। এটা সরকারি নির্দেশনার পরিপন্থী। সে কারণে ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করে।

চুয়াডাঙ্গা জরিমানা ভ্রামাণ্যমাণ আদালত