Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যবিধি না মানায় ২০ জনকে জরিমানা


১৮ মে ২০২০ ১৫:৪২ | আপডেট: ১৯ মে ২০২০ ০১:২৪

হিলি (জয়পুরহাট): হিলিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে দোকানে বিক্রি চালিয়ে যাওয়া এবং অন্য এলাকা থেকে কেনাকাটা করতে আসার অভিযোগে ২০টি মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে রাফিউল আলম জানান, স্বাস্থ্যবিধি না মেনে দোকানে বিক্রি এবং অন্য এলাকা থেকে শপিং করতে আসার অপরাধে ২০টি মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে একটি সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় ও ঈদুল ফিতরকে সামনে রেখে এমন ভ্রাম্যমাণ আদালত ও ভেজালবিরোধী অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি না মানা