চট্টগ্রামে আরও ৩ সাংবাদিক করোনায় আক্রান্ত
১৯ মে ২০২০ ০০:৩০ | আপডেট: ১৯ মে ২০২০ ০০:৩৪
চট্টগ্রাম ব্যুরো: নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে একদিনে ৫৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ৫৪ জন। বাকি দু’জন খাগড়াছড়ি জেলার। চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে তিন জন সাংবাদিক, চার জন পুলিশ সদস্য।
সোমবার (১৮ মে) চট্টগ্রামের দু’টি ও কক্সবাজারের একটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২১ জন চট্টগ্রাম নগরীর; বাকি ছয় জনের মধ্যে পটিয়া, চন্দনাইশ, মীরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী ও বাঁশখালী উপজেলার একজন করে আছেন।
অন্যদিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭৪টি নমুনা পরীক্ষায় ২৪ জনের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে ২২ জন চট্টগ্রামের ও দুই জন খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
চট্টগ্রামের ২২ জনের মধ্যে পটিয়া উপজেলার আট জন, সীতাকুণ্ডের সাত জন, হাটহাজারীর ছয় জন এবং কর্ণফুলী উপজেলার একজন আছেন।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ২৪ জনের নমুনা পরীক্ষায় পাঁচ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। এরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
আক্রান্ত তিন সাংবাদিক হলেন— চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জোবায়ের মনজুর ও ক্যামেরাপারসন হারুনুর রশীদ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেরর ক্যামেরাপারসন মোহাম্মদ আলমগীর।
চ্যানেল টুয়েন্টিফোরের আবাসিক সম্পাদক কামাল পারভেজ সারাবাংলাকে বলেন, ‘এক সপ্তাহ আগে আমাদের দু’জন সহকর্মীর শরীরে হালকা জ্বর আসে। অফিসের নির্দেশে তখনই তাদের বাসায় কোয়ারেনটাইনে রাখা হয়। ১৬ মে তাদের নমুনা পরীক্ষা করা হয়। আজ (সোমবার) পজিটিভ এসেছে। এখন তাদের শরীরে কোনো উপসর্গ নেই। তারা বাসাতেই আইসোলেশনে আছেন।’
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীল সারাবাংলাকে বলেন, ‘আমাদের ক্যামেরাপারসন আলমগীর অসুস্থবোধ করায় গত ৮ মে থেকে ছুটিতে আছেন। তার শরীরে এখন কোনো লক্ষণ নেই। নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। তাকে বাসায় আইসোলেশনে থাকতে বলা হয়েছে।’
এ নিয়ে চট্টগ্রামে পাঁচ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। এর আগে ইউএনবির চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পী এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসানুল কবির রিটন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত পুলিশ সদস্যদের তিন জন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এবং একজন জেলা পুলিশের। সিএমপি উপকমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে দু’জন কনস্টেবল। তারা বিভিন্ন থানায় কর্মরত। এছাড়া ট্রাফিক বিভাগে কর্মরত একজন সার্জেন্টও আক্রান্ত হয়েছেন।
সিএমপিতে এ পর্যন্ত ৬৭ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ওয়ারিশ খান।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল সারাবাংলাকে জানিয়েছেন, নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনের বাসিন্দা এক কনস্টেবল আক্রান্ত হয়েছেন। দু’দিন আগে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৮৪৫ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১১ জন। মারা গেছেন ৩৮ জন।
করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ বিআইটিআইডি সংক্রমণ শনাক্ত সিভাসু