বাজেট অধিবেশন বসছে ১০ জুন
১৮ মে ২০২০ ২১:২৫ | আপডেট: ১৮ মে ২০২০ ২২:০৫
ঢাকা: আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট চূড়ান্ত করতে জাতীয় সংসদে বাজেট অধিবেশন বসছে আগামী ১০ জুন। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে এই অধিবেশনের দ্বিতীয় দিন ১১ জুন সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার (১৮ মে) রাতে সংসদ সচিবালয় সূত্র সারাবাংলাকে জানিয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই বাজেট অধিবেশন আহ্বান করেছেন।
বাজেট অধিবেশনটি একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। আর এটি আওয়ামী লীগের টানা তৃতীয়বার সরকার গঠনের পর দ্বিতীয় বাজেট। গত বছরের পর এ বছরও এই বাজেট উত্থাপনের দায়িত্ব অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ওপর রয়েছে।
সাধারণত বাজেট অধিবেশনটির মেয়াদ বড় হয়। বাজেট অধিবেশনের দ্বিতীয় বা তৃতীয় দিনে অর্থমন্ত্রী সংসদে বাজেট উত্থাপন করেন। এরপর বাজেট প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বাজেট পাস হয়। বাজেট অধিবেশনে সাধারণত প্রায় সব সংসদ সদস্যই অংশ নেন।
এ বছরের পরিস্থিতি অবশ্য খানিকটা ভিন্ন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সব ক্ষেত্রে সামাজিক দূরত্বসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। বাজেট অধিবেশনেও এর প্রভাব থাকতে পারে। সেক্ষেত্রে সংসদ সদস্যদের বসার আসন ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে পারে। এছাড়া বাজেট অধিবেশন মেয়াদের দিক থেকেও আগের বছরগুলোর বাজেট অধিবেশনের তুলনায় ছোট হতে পারে বলে জানা গেছে সংসদ সচিবলায় সূত্রে।
আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর গত বছরের ১১ জুন শুরু হয় প্রথম বাজেট অধিবেশন। একদিন পর ১৩ জুন সংসদে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় স্পিকারের অনুমতি নিয়ে তার পক্ষে সংসদে বাজেট বক্তৃতার বড় একটি অংশই পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দেশের ইতিহাসে প্রথমবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।
এদিকে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেও গত ১৮ এপ্রিল সংসদ অধিবেশন বসেছিল। তবে সেই অধিবেশন ছিল মাত্র সোয়া এক ঘণ্টা স্থায়ী, যা দেশের ইতিহাসে স্বল্পতম সময়ের সংসদ অধিবেশনের দৃষ্টান্ত। অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্বল্পসংখ্যক সংসদ সদস্য অংশ নেন।
২০২০-২১ অর্থবছরের বাজেট জাতীয় সংসদ টপ নিউজ বাজেট অধিবেশন সংসদে বাজেট অধিবেশন