Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে শাকসবজি ও ফলমূল পরিবহনে ২৫% ভাড়া ছাড়


১৮ মে ২০২০ ১৭:৪৯ | আপডেট: ১৮ মে ২০২০ ২২:০৮

ঢাকা: করোনা পরিস্থিতিতে চালু হওয়া পার্সেল ট্রেনে শাকসবজি ও ফলমূল পরিবহনে ২৫ শতাংশ ভাড়া ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের উৎপাদিত শাকসবজি, দেশীয় ফলমূল, দুধ, ডিম ইত্যাদি পণ্য পরিবহনে ২৫% ভাড়া ছাড় এবং সকল প্রকার সার্ভিস চার্জ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিদ্যমান যে ভাড়া সমন্বয় করা হয়েছে তা খুব শিগগিরই কার্যকর হবে। বাংলাদেশ রেলওয়ে বিদ্যমান পার্সেল ট্রেনের ভাড়া সমন্বয় করার ফলে কৃষিপণ্য বাজারমুখী করার পথ প্রশস্ত হলো। এই উদ্যোগ কৃষি অর্থনীতিকে জোরদার করার পাশাপাশি রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে ক্রমাগত অবদান রাখবে বলে আশা করা যায়।’

বর্তমানে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেশে লকডাউন চললেও সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ে মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন রুটে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহন ১ মে থেকে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল করছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল।

২৫% টপ নিউজ ট্রেন বাংলাদেশ রেলওয়ে ভাড়া ছাড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর