Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন অধ্যাপক মুনতাসীর মামুন


১৮ মে ২০২০ ১৭:৪০

ঢাকা: করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন। সোমবার (১৮ মে) বাসায় ফিরে সারাবাংলাকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

একই সঙ্গে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থও হয়ে উঠেছেন মুনতাসীর মামুনের মা। তিনিও রাজধানীর আরেকটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে গেছেন।

মুনতাসীর মামুন সারাবাংলাকে বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের নিরলস পরিশ্রমে আমি সুস্থ হয়ে আজ বাসায় ফিরেছি। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে আমার চিকিৎসা ব্যবস্থায় আসলে কোনো ত্রুটি ছিল না। হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের আন্তরিকতাপূর্ণ চিকিৎসা ও সেবার আমি দ্রুত সেরে উঠেছি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘আমি অসুস্থ হওয়ার সংবাদে সারাদেশের মানুষ যেভাবে আমার জন্য দোয়া করেছেন তা আসলে জীবিত অবস্থায় বেশি মানুষ দেখে যেতে পারে না। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে আমার খোঁজখবর রেখেছেন। এ জন্য আমি দেশবাসী ও প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের সকলর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন মুনতাসীর মামুনের মা কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়ে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে গেছেন বলেও জানান তিনি।

এর আগে কোভিড-১৯ উপসর্গ নিয়ে ৩ মে সন্ধ্যায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৬৯ বছর বয়সী অধ্যাপক মুনতাসীর মামুনকে। ৪ মে অধ্যাপক মুনতাসীর মামুনের কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া যায়। সে হাসপাতালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হয় মুনতাসীর মামুনকে। পরবর্তীতে ৭ মে মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

করোনা টপ নিউজ ড. মুনতাসীর মামুন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর