Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়ক গাড়ির দখলে


১৮ মে ২০২০ ১৭:২৪ | আপডেট: ১৮ মে ২০২০ ১৭:৩৩

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) ঘিরে চলমান সাধারণ ছুটিতে দুয়েকটি স্থানে শিথিলতা এসেছে। তবে অফিস-আদালত এখনো সবই বন্ধ। বন্ধ রয়েছে বেশিরভাগ মার্কেট ও দোকানপাটও। এমন অবস্থায় বেশিরভাগ সময়ই রাজধানীর সড়কগুলো শূন্য পড়ে থাকছে। অথচ সোমবার (১৮ মে) সকাল থেকেই রাজধানীর গোটা উত্তরা এলাকায় দেখা গেছে তীব্র যানজট, ঠিক যেন ‘স্বাভাবিক’ সময়ের ঢাকার মতো।

ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে বের হতে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে, তা প্রতিপালন করতে গিয়েই এ পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ঢাকায় প্রবেশ ও বাইরে যেতে ফের ডিএমপির কড়াকড়ি

সোমবার দুপুরে উত্তরা এলাকায় গেলে দেখা যায়, বিমানবন্দর বাস স্টপেজ থেকে শুরু করে একদম আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কের প্রায় পুরোটাই ছিল গাড়ির দখলে। স্থানীয়রা বলছেন, সকাল ৯টা থেকেই এই চিত্র ছিল সড়কের দুই পাশেই। বেলা বাড়ার সঙ্গে গাড়ির চাপ আরও বেড়েছে। তাতে করে উত্তরার এই সড়ক দিয়ে যাতায়াতের পথ বন্ধই হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল্লাহপুর থেকে শুরু করে আশুলিয়ার পথেও ছিল বেশ যানজট।

দুপুর ২টার দিকে বিমানবন্দর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই পাশেই গাড়ি দাঁড়িয়ে আছে। গণপরিবহন বন্ধ থাকায় কোনো বাস দেখা যায়নি। সড়কে ছিল ছোট-বড় বিভিন্ন আকৃতির প্রচুর পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। আর ছিল বিপুল পরিমাণ প্রাইভেট কার, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা।

উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় যানজটে আটকে থাকা একটি কাভার্ড ভ্যানের চালক রফিকুল ইসলাম বলেন, দুই ঘণ্টা হলো এয়ারপোর্ট পার হয়েছি। এখনো জসিমউদদিন পার হতে পারছি না। মাল নিয়ে যেতে হবে হাউজ বিল্ডিং পার হয়ে ১২ নম্বর সেক্টরে। বুঝতে পারছি না কখন যেতে পারব।

বিজ্ঞাপন

জ্যামে আটকে থাকা বেশকিছু প্রাইভেট কার ও মাইক্রোবাসের চালক ও যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকেই ঢাকা ছাড়ার উদ্দেশে রওনা হয়েছেন। কেউ কেউ ঈদ সামনে রেখে যাচ্ছেন গ্রামের বাড়ি। কেউ কেউ অবশ্য রাজধানীর ভেতরেই কাজের জন্য বেরিয়েছিলেন।

বিকেল ৪টার দিকে ডিএমপি’র ট্রাফিক বিভাগের কমিশনার (উত্তর) মো. সাইফুল হক সারাবাংলাকে বলেন, গতকাল নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাইরে যাওয়ার পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় ডিএমপি’র পক্ষ থেকে। সেই অনুযায়ী আজকে ঢাকার বাইরে যেন প্রয়োজন ছাড়া কোনো গাড়ি যেতে না পারে, সেজন্য চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে। সে কারণেই সড়কে চাপ তৈরি হয়েছে। তাই আজ কিছুটা জ্যাম হয়। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাচ্ছে।

সাইফুল হক আরও বলেন, একদিকে ঢাকায় প্রবেশের গাড়ি, অন্যদিকে ঢাকা থেকে বাইরে যাওয়া গাড়ি ও একই সময়ে ঢাকার বিভিন্ন গাড়ি সব  এক হয়ে গেছে। সে কারণেই এই পরিস্থিতি তৈরি হয়।

জানা গেছে, বিকেল ৪টার পর থেকে উত্তরার প্রধান এই সড়কে গাড়ির চাপ কমতে শুরু করে।

আরও পড়ুন-

ঈদের ছুটিতে কাউকে বাড়িতে যেতে দেওয়া যাবে না: আইজিপি

উত্তরা বিমানবন্দর-আব্দুল্লাহপুর যানজট সড়কে গাড়ির চাপ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর