Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় সরকারি চাল আত্মসাতে দুদকের মামলা


১৮ মে ২০২০ ১৬:৫৫

ঢাকা: সাড়ে ৩৬ মেট্রিক টন সরকারি চাল আত্মসাতের অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া এলাকার ডিলার মো. হামিদুল রহমানকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ মে) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে মামলাটি লিপিবদ্ধ করা হয়েছে। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. আলাউদ্দিন বসুনিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া এলাকার কার্ডধারী ৭৬ জন ভোক্তার নাম তালিকায় সঠিক থাকা সত্ত্বেও তাদের না দিয়ে (কার্ডধারীদের) মাস্টার রোলে যথারীতি ভোক্তাদের নামে জাল-জালিয়াতর মাধ্যমে ভুয়া স্বাক্ষর-টিপসই দিয়ে বিক্রি দেখানো হয়েছে।

এছাড়া ৭৬ জন কার্ডধারীর ১৬ মাসের ৩০ কেজি হিসাবে ৩৬.৪৮০ মেট্রিক টন সরকারি চাল আত্মসাৎ করা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপসহকারী পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

আত্মসাত চাল টপ নিউজ দুদক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর