ভোক্তা অধিকারের ডিজিসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত
১৮ মে ২০২০ ১৫:৪৪ | আপডেট: ১৮ মে ২০২০ ১৭:৪১
ঢাকা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বাবুল কুমার সাহাসহ আরও পাঁচ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর আগে অধিদফতরের উপপরিচালক মনজুর শাহরিয়ারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে অধিদফতরের মোট ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
অধিদফতরের উপপরিচালক মাসুম আরেফিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- ভোক্তা অধিকারের মনজুর শাহরিয়ার করোনায় আক্রান্ত
ডিজি বাবুল কুমার ছাড়া আর যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েচেন, তারা হলেন— প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) আতিয়া সুলতানা, সহকারী পরিচালক (তদন্ত) শাহনাজ সুলতানা, সহকারী পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) রজবী নাহার রজনী ও গাড়িচালক মিলিয়া খানম।