Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের এক বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত


১৮ মে ২০২০ ১২:৪০ | আপডেট: ১৮ মে ২০২০ ১২:৪৯

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ওই বিচারপতি গত ৮ মে করোনায় আক্রান্ত হন। শুরুর দিকে তিনি সামান্য জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ১০ মে বিচারপতিদের নিয়ে ভিডিও কনফারেন্স ছিল। কিন্তু অধিক জ্বর ও অসুস্থতার কারণে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার সে কনফারেন্সে যোগ দিতে পারেননি।

বিজ্ঞাপন

গত ১১ মে তিনি টেস্ট করতে দিলে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর ওই বিচারপতি বাসাতেই অবস্থান করছিলেন।

গত ১৩ মে শারীরিক অবস্থার অবনতি তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ওই বিচারপতি এখন সিএমএইচে রয়েছেন।

২০১৮ সালের ৩০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে হাইকোর্টে ১৮ জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। শশাঙ্ক শেখর সরকার ৩১ মে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন।

এর আগে, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

করোনাভাইরাস টপ নিউজ বিচারপতি সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর