কোভিড-১৯: ইউরোপে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমে এসেছে
১৮ মে ২০২০ ০৯:৫৩ | আপডেট: ১৮ মে ২০২০ ১৪:০১
নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমে এসেছে ইউরোপের দেশগুলোতে। খবর বিবিসি।
এদিকে, যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭০ জনের। মার্চের ২৪ তারিখ লকডাউন ঘোষণা করার পর থেকে এই মৃতের সংখ্যাই দেশটিতে সর্বনিম্ন। ইতালিতে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। মার্চের ৯ তারিখের পর থেকে এই মৃতের সংখ্যা ইতালিতে দৈনিক মৃতের সংখ্যায় সর্বনিম্ন।
এছাড়াও স্পেনে মৃতের সংখ্যা ১০০’র নিচে নেমে এসে দাঁড়িয়েছে ৮৭ তে।
অন্যদিকে, নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় ইউরোপের অন্য দেশগুলোকে পিছনে ফেলে সামনে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ৮১ হাজার ৭৫২ জন। আক্রান্তের সংখ্যার দিক থেকে ইউরোপে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন ( দুই লাখ ৭৭ হাজার ৭১৯ জন) এবং তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য ( দুই লাখ ৪৩ হাজার ৬৯৫ জন)।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে সোমবার (১৮ মে) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ দুই হাজার ২৮ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ১৬ হাজার ৬৭৩ জনের এবং সুস্থ হয়ে নিয়মিৎ জীবনে ফিরে গেছেন ১৮ লাখ ৫৮ হাজার ১৭৩ জন।
ইউরোপ ইতালি কোভিড-১৯ নভেল করোনাভাইরাস যুক্তরাজ্য রাশিয়া স্পেন