Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ২৪ ঘন্টায় আরও তিন করোনা রোগী


১৮ মে ২০২০ ০৭:১৪

বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেন।

রোববার (১৭ মে) ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরিক্ষা করা হয়। এদের মধ্যে ১৮৫ টি নমুনা বগুড়ার যাদের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ আসে। এছাড়াও জয়পুরহাটের একজন সিরাজগঞ্জের ২জনের নমুনা পরীক্ষা করা হয় যাদের প্রত্যেকের ফলাফল নেগেটিভ আসে।

বিজ্ঞাপন

বগুড়ায় আক্রান্ত তিনজনের মধ্যে নারায়নগঞ্জ ফেতর সোনাতলা উপজেলার এক গার্মেন্টস কর্মী, বগুড়া শহরের কলোনী এলাকায় কর্মরত হামদর্দের এক হাকিম এবং অপরজন কাহালুর নারহট্ট এলাকার এক ব্যক্তি।

এই নিয়ে বগুড়ায় ৭৮ জন আক্রান্ত হলেন। এদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন।

করোনা পজিটিভ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর