Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বিভাগে একদিনে করোনায় আক্রান্ত ৯৩, জেলায় ৭৩


১৮ মে ২০২০ ০১:২২ | আপডেট: ১৮ মে ২০২০ ১৩:২৭

চট্টগ্রাম ব্যুরো: নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে একদিনে ৯৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ৭৩ জন।

এছাড়া চট্টগ্রাম জেলার আরও ছয় জনের নমুনা দ্বিতীয়বার পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকি ১৪ জন বিভাগের বিভিন্ন জেলার।

রোববার (১৭ মে) চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৭ জন চট্টগ্রামের, যার মধ্যে নগরীর ২০ জন এবং বোয়ালখালীর ৪ জন, সীতাকুণ্ডের ৩ জন, রাঙ্গুনিয়ার ৫ জন ও পটিয়া উপজেলার পাঁচজন।

এ ছাড়া চট্টগ্রাম নগরীর আরও তিন জন রোগীর নমুনা পরীক্ষায় দ্বিতীয়বার করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় লক্ষ্মীপুরের একজন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৩ জন চট্টগ্রামের বাসিন্দা। নগরীর আছেন ৩১ জন, যার মধ্যে তিন জন পুরনো রোগী। দুই জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার এবং একজন কুমিল্লা জেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৭টি নমুনা পরীক্ষায় ১২ জনের সংক্রমণ ধরা পড়েছে। এরা সবাই বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৩৭ জনের নমুনা পরীক্ষায় ছয় জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। এরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে জানিয়েছেন, বিআইটিআইডিতে শনাক্তদের মধ্যে তিন জন পুলিশ সদস্য। এদের মধ্যে দু’জন নগরীর  খুলশী ও পাহাড়তলী থানায় এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে একজন কর্মরত আছেন। সিএমপিতে এ নিয়ে ৬৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হলেন বলে জানিয়েছেন ওয়ারিশ খান।

রোববারের হিসাবসহ চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৭৮৯ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০০ জন। মারা গেছেন ৩৬ জন।

করোনাভাইরাস করোনাভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ টপ নিউজ বিআইটিআইডি সংক্রমণ শনাক্ত সিভাসু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর