Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত


১৮ মে ২০২০ ০০:১০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবু মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৭ মে) দুপুরের দিকে উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের গৌরি হোসেনের ছেলে।

পুলিশ জানায়, জগন্ননাথপুর গ্রামের বাসিন্দা বাবি মিয়ার সঙ্গে একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সুজনের (৩২) বিরোধ চলে আসছে। এর জেরে রোববার দুপুরে সুজন তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে বাবুর উপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে আঘাত করা হলে বাবু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বাঞ্ছারামপুর থানার পরিদর্শক তদন্ত রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সুজন ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর