Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যবিধি না মানায় ঠাকুরগাঁওয়ে শপিংমল বন্ধ ঘোষণা


১৭ মে ২০২০ ২২:১১ | আপডেট: ১৮ মে ২০২০ ১১:৩৭

ঠাকুরগাঁও: করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা না মানায় ঠাকুরগাঁওয়ে শপিংমলসহ দোকানপাট ফের বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রোববার (১৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ঈদ উপলক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত শর্তসাপেক্ষে গত ১০ মে থেকে প্রশাসনের পক্ষ থেকে শপিংমলগুলো খোলার অনুমতি দেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন ধরে নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান চালিয়েও শপিংমলগুলোতে জনগণের উপচে পড়া ভিড় ঠেকানো যাচ্ছে না। ফলে করোনাভাইরাসের ঝুঁকি ঠেকাতে এক জরুরি সভায় দোকানপাট ও শপিংমল ফের বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মামুন অর রশীদ বলেন, দোকান ও শপিংমল বন্ধ ঘোষণা করায় অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলো। এর কারণ হিসাবে তিনি জানান ঈদকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ী দোকানে ব্যবসায়ী পণ্য তুলেছেন।

তিনি আরও জানান, করোনা সংক্রমণ রোধে ১৮ মে সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সব শপিংমল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কাঁচাবাজার, ওষুধের দোকান খোলা থাকবে।

করোনাভাইরাস ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর