Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিয়া রেশন বন্ধ করে চেয়ারম্যানদের গায়ে চোরের তকমা লাগিয়েছেন’


১৭ মে ২০২০ ২২:৩৪

শেরপুর: জিয়াউর রহমান বিশেষ শ্রেণি (পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি) ব্যতীত রেশন বন্ধ করে টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) চালু করে চেয়ারম্যানদের গায়ে চোরের তকমা লাগিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সাবেক কৃষিমন্ত্রী, বর্তমান কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।

রোববার (১৭ মে) দুপুরে নিজের নির্বাচনি এলাকা শেরপুরের নালিতাবাড়িতে দুঃস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মতিয়া চৌধুরী বলেন, “রেশন বন্ধ করে জিয়াউর রহমান টিআর আর কাবিখা চালু করেছেন। যা পরবর্তীতে টেস্ট রিলিফ বা মজার খাওয়া ও কাবিখা মানে খাবিখা, খাবলা দিয়ে খা’তে রূপান্তরিত হয়েছে। রেশন বন্ধ করে জনপ্রতিনিধিদের গায়ে চোরের তকমা লাগিয়ে দিয়েছেন জিয়াউর রহমান। সে জায়গা থেকে শেখ হাসিনা আজ দেশটাকে টেনে তুলছেন, আজ আবার রেশন কার্ডের কথা আসছে। শেখ হাসিনা পারেন, এ জন্যই করেছেন।”

এসময় তিনি করোনা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করে সকলকে স্বাস্থ্য সচেতন থাকতে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন।

এদিন মতিয়া চৌধুরী সামাজিক দূরত্ব বজায় রেখে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নের ৩২০ জন দুঃস্থের মাঝে ঈদ উপহার হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২০০ টাকা করে মোট ৬৪ হাজার টাকা এবং নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৬০০ জনের মাঝে ২০০ টাকা করে মোট ৩ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেন।

এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, ফজলুল হক, শফিকুল ইসলাম জিন্নাহ, হাফিজুর রহমান লিটন, ওয়াজ কুরুণী, ফারুক আহমেদ বকুল, গোপাল চন্দ্র সরকার, খন্দকার শফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চোরের তকমা জিয়াউর রহমান টপ নিউজ রেশন বন্ধ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর