Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারিভাবে ধান-চাল সংগ্রহে দুর্নীতি হলে আইনি ব্যবস্থার নির্দেশ


১৭ মে ২০২০ ১৮:০৫ | আপডেট: ১৭ মে ২০২০ ১৮:০৭

ঢাকা: সরকারিভাবে ধান-চাল সংগ্রহে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদক কর্মকর্তাদের উদ্দেশ্যে সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ একথা বলেছেন।

রোববার (১৭ মে) দুদক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের ‘ধান-চাল সংগ্রহ কর্মসূচিতে‘ সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিবর্গ নিজেরা লাভবান হওয়ার জন্য ঘুষ-দুর্নীতির মতো অনৈতিক কাজে সম্পৃক্ত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। গোয়েন্দা প্রতিবেদন ছাড়াও কমিশন ভার্চুয়াল মাধ্যমেও এ জাতীয় কিছু অভিযোগ পেয়েছে।

এ প্রেক্ষাপটে গোয়েন্দা প্রতিবেদন পেয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কমিশনের গোয়েন্দা ইউনিট, সমন্বিত জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়সমূহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এক বিশেষ জরুরি বার্তায় বলেন, ‘সরকারের ধান-চাল সংগ্রহ কর্মসূচিতে দুদকের কর্মকর্তাদের এলাকাভিত্তিক নিবিড় নজরদারি নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ধান-চাল সংগ্রহে সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন কোনো প্রকার ঘুষ-দুর্নীতির সুযোগ না পায়। কথিত প্রভাবশালীদের চাপে কৃষক নয় এমন মধ্যস্বত্বভোগী দালালদের নিকট থেকে ধান সংগ্রহের সুযোগও দেওয়া হবে না।’

তিনি দুদক কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, ‘আপনারা এজাতীয় অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে বিশেষ টিম গঠন করে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবেন। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করবেন। দুর্নীতি প্রতিরোধ ও দমন দুটি কাজই আপনাদের করতে হবে। এটা আপনাদের আইনি দায়িত্ব।’

বিজ্ঞাপন

চাল টপ নিউজ দুদক ধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর