Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএমই কর্মীদের সহায়তায় তহবিল গড়ছে ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন


১৭ মে ২০২০ ১৭:৫০ | আপডেট: ১৭ মে ২০২০ ১৮:২১

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা ক্ষুদ্র ও কুটির শিল্পে (এসএমই) নিয়োজিতদের সহায়তা করতে তহবিল গঠন করছে ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন। অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা (sarabangla.net) ও উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা আপটাউন এই উদ্যোগে তাদের সঙ্গে কাজ করছে সহযোগী হিসেবে। এই উদ্যোগের আওতায় ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশনের ‘সেভ এসএমই ওয়ার্কার্স’ লিংকে গিয়ে যে কেউ ক্ষুদ্র ও কুটির শিল্পে নিয়োজিতদের সহায়তা করতে পারবেন।

বিজ্ঞাপন

ওয়ার্ন পার্সেন্ট ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সুস্থভাবে বেঁচে থাকাই যখন একমাত্র লক্ষ্য, তখন পারস্পারিক সহযোগিতার চেয়ে বড় কিছু নেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমন কিছু মানুষ আছেন যারা কর্মহীন হয়ে পড়লেও সহায়তার জন্য কারও কাছে হাত পারততে পারেন না। স্বাভাবিক সময়ে দেশের অর্থনীতিতে অবদান রেখে যাওয়া ক্ষুদ্র ও কুটির শিল্পের কর্মীরা ঠিক এই পরিস্থিতিতে দিনযাপন করছেন। তাদের বড় একটি অংশের জীবিকা হুমকির মুখে।

বিজ্ঞাপন

জেসিআই ঢাকা আপটাউনের অনুসন্ধানে দেখা গেছে, বাংলাদেশে লাখ লাখ এসএমই কর্মী আছেন যাদের বেতন ১৫ হাজার টাকার কম। করোনার এই সময়ে তাদের বড় একটি অংশের আয়ের উৎস নষ্ট হয়ে গেছে বা সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। অথচ তাদের এই আয়ের ওপরেই পুরো পরিবার নির্ভরশীল। ফলে বেঁচে থাকার জন্য জরুরিভিত্তিতে এই পরিবারগুলোর আর্থিক সহায়তা প্রয়োজন। কিন্তু আত্মমর্যাদার কারণে তারা কারও কাছে ত্রাণ বা সহায়তা চাইতে পারছেন না বলে  তাদের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ছে।

এ পরিপ্রেক্ষিতে সারাবাংলা, কথা ও জেসিআই ঢাকা আপটাউনকে সঙ্গে নিয়ে ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন এসএমই খাতের এসব মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে। এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য, যত বেশিসম্ভব পরিবারকে অন্তত একমাসের খাবারের সহায়তা করা। এ জন্য ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আমরা দেখেছি সারাদেশের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অনেকেই নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে হাজির হচ্ছেন। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। মহামারির এই সময়ে আপনাদের দান এখন কেবল একটি পরিবারকে বাঁচতে সহায়তা করবে না, বরং দেশের আর্থসামাজিক সামঞ্জস্য টিকিয়ে রাখতে সহায়তা করবে। তাই মানবিক জায়গা থেকে তো বটেই, দেশপ্রেমের জায়গা থেকেও এই সময়ে আপনাদের সহযোগিতার গুরুত্ব অনেক বেশি। আপনারা চাইলে এই রমজান মাসে আপনাদের যাকাতের টাকার একটি অংশ দিয়েও এই সহায়তায় অংশীদার হতে পারেন। আপনারা যেকোনো অঙ্কের টাকা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সহায়তা হিসেবে দিতে পারেন। আপনাদের সহযোগিতার সব ধরনের আপডেট ফাউন্ডেশনের ওয়েবসাইট ও সারাবাংলার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

যেভাবে সহযোগিতা করা যাবে

ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশনের ওয়াবসাইটের (https://the1percent.net/projects/save-sme-workers) এর মাধ্যমে অর্থ সহায়তা পাঠানো যাবে। ওয়েবপেইজে গিয়ে ডানপাশে ডোনেশন বাটনে ক্লিক করে পদ্ধতিটি ফলো করুন। ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আপনাদের এই সহযোগিতা জেসিআই ঢাকা আপটাউনের বিশাল স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে গ্রহীতাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আপনার সহযোগিতা সঠিক জায়গায় পৌঁছেছে কি না, ফাউন্ডেশনের ওয়েবসাইটের মাধ্যমে তার খোঁজখবরও নিতে পারবেন।

যেকোনো বিষয়ে যোগাযোগ করতে কল করুন ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশনের হটলাইন ০৯৬১১৬৭৭৩৪৫ নম্বরে।

এসএমই ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন জেসিআই আপটাউন ঢাকা সারাবাংলা ডটনেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর