ঢাকায় প্রবেশ ও বাইরে যেতে ফের ডিএমপির কড়াকড়ি
১৭ মে ২০২০ ১৬:২৫ | আপডেট: ১৭ মে ২০২০ ২০:৪৯
ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাইরে যাওয়ার পথে ফের চেকপোস্ট ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৭ মে) থেকে এই ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সারাবাংলাকে জানান ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার মাসুদুর রহমান।
তিনি বলেন, ‘কোন ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া যেন ঢাকায় প্রবেশ বা ঢাকা থেকে বাইরে যেতে না পারেন সেজন্যই চেকপোস্ট জোরদার করা হয়েছে। তবে জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।’
তিনি জানান, যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন চালালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
কড়াকড়ি করোনা আপডেট চেকপোস্ট টপ নিউজ ডিএমপি ঢাকায় প্রবেশ বাহির