Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় যুবলীগ নেতা সায়েম খন্দকারের মৃত্যু


১৭ মে ২০২০ ১৫:৩৭ | আপডেট: ১৭ মে ২০২০ ১৫:৪৪

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুবলীগ নেতা সায়েম খন্দকারের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (১৭ মে) দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সায়েম খন্দকার বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৫০নং ওয়ার্ডের সভাপতি ছিলেন।

৫০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলাল সরকারের স্ত্রী রোকসানা আক্তার জানান, সায়েম খন্দকারের বাসা যাত্রাবাড়ি টানপাড়া সামাদ সুপার মার্কেটের পাশে। দুই মেয়ের বাবা তিনি। প্রায় ২০দিন ধরে অসুস্থ ছিলেন।

স্কয়ার হাসপাতালে করোনা টেস্ট করে পজেটিভ জানতে পারেন সায়েম। এরপর গত ৯ মে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি হন তিনি। এরপর আজ বেলা ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এলাকায় অসহায় মানুষদের ত্রাণ দিতে গিয়ে সায়েম করোনা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এক যুক্ত বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এছাড়া তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনায় মৃত্যু যুবলীগ নেতা সায়েম খন্দকার

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর