Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ মে থেকে ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধ


১৭ মে ২০২০ ১৫:২১ | আপডেট: ১৭ মে ২০২০ ১৬:৫০

প্রতীকী ছবি

ঢাকা: মৎস্য ও প্রাণি সম্পদ রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ নিষিদ্ধ করা হয়েছে। রোববার (১৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ মে থেকে পরবর্তী ৬৫ দিন বঙ্গোপসাগরে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় সবধরনের নৌযান দিয়ে মাছ ও ক্রাস্টাশিয়ান্স ধরতে নিষেধ করা হয়েছে। এরই মধ্যে জননিরাপত্তা বিভাগের মাধ্যমে কোস্টগার্ড ও নৌ পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি উপকূলীয় জেলা মৎস্য কর্মকর্তাদের এই নির্দেশ বাস্তবায়নে চিঠি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মাছ ধরা বন্ধের এই সময়ে জেলেদের জন্য মাসিক ৪০ কেজি করে খাদ্য সহায়তা বরাদ্দ রেখেছে সরকার। সিদ্ধান্ত কার্যকর হলে সেসব বরাদ্দ জেলেদের মধ্যে বিতরণ করা হবে বলে বৈঠকে জানানো হয়। গত বছর এই কার্যক্রমে ৪ লাখ ১৯ হাজার ৫৮৯ জন জেলেকে এই সহায়তা দেওয়া হয়।

৬৫ দিন নিষিদ্ধ বঙ্গোপসাগর মাছ ধরা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর