বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র তাপসের শ্রদ্ধা
১৭ মে ২০২০ ১৪:০৮ | আপডেট: ১৭ মে ২০২০ ১৪:১২
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি এই শ্রদ্ধা জানান।
এসময় ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এমদাদুল হক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এর আগে, গতকাল শনিবার (১৬ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব নেন ফজলে নূর তাপস।
এসময় তিনি বলেন, ডিএসসিসিতে চলমান সব উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। করোনা মোকাবিলায় জাতীয় কমিটির দিকনির্দেশনা অনুযায়ী কাজ করব। আর নির্বাচনি ইশতেহারের পাঁচটি বিষয় ছাড়াও সময়োপযোগী সব উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করা হবে। সেই সঙ্গে ডিএসসিসিকে শতভাগ দুর্নীতিমুক্ত করাই হবে অন্যতম লক্ষ্য।
গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।
ডিএসসিসি মেয়র দক্ষিণ সিটির মেয়র তাপস মেয়র তাপস শেখ ফজলে নূর তাপস