Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইফতারে ঠান্ডা পানি না পেয়ে স্ত্রীকে খুন


১৭ মে ২০২০ ১২:২৫ | আপডেট: ১৭ মে ২০২০ ১৫:১০

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইফতার করার সময় ঠান্ডা পানি চেয়ে না পেয়ে স্ত্রীকে খুন করেছে স্বামী।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন। মৃত শেলী আক্তার ওই গ্রামের জনৈক কামাল উদ্দিনের স্ত্রী।

ওসি বোরহান সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইফতার করার সময় কামাল শেলীর কাছে ঠান্ডা পানি চায়। শেলী নেই বলে জানালে কামাল তাকে জগ দিয়ে ঘাড়ে আঘাত করে। শেলী অজ্ঞান হয়ে যান। পরিবারের লোকজনই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি জানান, হাসপাতাল থেকে শেলীর লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে কামাল পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কামালকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি বোরহান।

ইফতারে ঠান্ডা পানি গৃহবধূর মরদেহ পটিয়া স্ত্রীকে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর