গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড
১৭ মে ২০২০ ০৩:০২ | আপডেট: ১৭ মে ২০২০ ১২:২৮
কক্সবাজার: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) দিবাগত রাত ১টার দিকে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
উখিয়া ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আবদুল মজিদ সারাবাংলাকে বলেন, রাত ১ টা ১০ মিনিটে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। সেখানে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে এনে কর্মীরা স্টেশনে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে বলে জানান এই কর্মকর্তা।