Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা উপসর্গ নিয়ে মোংলায় ১ জনের মৃত্যু, দোকানপাট ফের বন্ধ ঘোষণা


১৭ মে ২০২০ ০০:০০

মোংলা: মোংলার বৈদ্যমারীতে জ্বর কাশি ও সর্দিসহ করোনারভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার (১৬ মে) সকালে অকল কুমার ঘোষ নামে একজনের মৃত্যু হয়েছে। এতে উপজেলা প্রশাসন ফের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতোষ বিশ্বাস জানান, মৃত ব্যক্তি গ্রাম্য চিকিৎসক। তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি জ্বর,সর্দি,কাশিতে ভুগছিলেন।

বিজ্ঞাপন

সরকারের নির্দেশনা অনুযায়ী প্রায় এক সপ্তাহ মোংলার দোকানপাট সীমিত আকারে খোলা রাখার পর শনিবার একজনের মৃত্যুর ঘটনায় ফের দেকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় এ আদেশ দেন তিনি। তবে ওষুধ, কাঁচাবাজার, মাছ, মাংসসহ নিত্য প্রয়োজনীয় দোকানপাট খোলা থাকবে বলে জানানো হয়।

করোনাভাইরাস মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর