Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটেনে দরিদ্ররা ৪ গুণ বেশী করোনা ঝুঁকিতে: গবেষণা


১৬ মে ২০২০ ২৩:০৫ | আপডেট: ১৬ মে ২০২০ ২৩:১৩

ব্রিটেনে অভিজাত এলাকার ধনীদের তুলনায় অতি দরিদ্র এলাকার মানুষের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমন চারগুণ বেশী। শনিবার (১৬ মে) অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় এই ফলাফল উঠে এসেছে। খবর এএফপি।

অক্সফোর্ড ইউনিভার্সিটি যুক্তরাজ্যের জাতীয় করোনা পরীক্ষা কার্যক্রমের তিন হাজার ৬০০ মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছে করোনা পজিটিভদের মধ্যে ২৯.৫ শতাংশ দরিদ্র এবং ৭.৭ শতাংশ ধনী।

ওই সমীক্ষা থেকে দেখা যায়, নভেল করোনাভাইরাস পরীক্ষায় যারা পজিটিভ হয়েছেন তাদের অধিকাংশই বিভিন্ন রকম বার্ধক্যজনিত রোগ ও লিভারের ক্রনিক সমস্যায় ভুগছিলেন।

এদিকে, দেশটিতে ৪০ থেকে ৬৪ বছর বয়সীরা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন। ওই বয়ঃসীমার মানুষদের মধ্যে করোনা পরীক্ষা করার পর ১৮.৫ শতাংশরেই ফলাফল পজিটিভ পাওয়া গেছে ।

অন্যদিকে, ১৭ বছরের কম বয়সীদের ক্ষেত্রে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪.৬ শতাংশ।

এছাড়াও, ব্রিটেনে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে ১৮.৪ শতাংশ পুরুষ এবং ১৩.৩ শতাংশ নারী; ৬২.১ শতাংশ কৃষ্ণাঙ্গ, ১৫.৫ শতাংশ শ্বেতাঙ্গ।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে শনিবার (১৬ মে) পর্যন্ত ব্রিটেনে মোট দুই লাখ ৪০ হাজার ১৬১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩১ হাজার ৭৬৩ জনের।

করোনা: লাইভ আপডেট

অক্সফোর্ড ইউনিভার্সিটি কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর