Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়ন কাজে কোনো প্রতিবন্ধকতা মানা হবে না: তাপস


১৬ মে ২০২০ ১৬:৩৪ | আপডেট: ১৬ মে ২০২০ ১৮:৫২

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বাসিন্দাদের সুবিধার্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণে ও তার বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা মানা হবে না বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র পদে দায়িত্ব নেওয়া ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেইসঙ্গে ঢাকাবাসীর জন্য সব সময় সঠিক সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

শনিবার (১৬ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বিকেলে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে সংবাদ সম্মেলনে অংশ নেন তাপস।

বিজ্ঞাপন

এসময় আগামী পাঁচ বছর নিজ দায়িত্ব পালনের নানান পরিকল্পনাও তুলে ধরেন।

ব্যক্তি জীবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকায় নাগরিকদের তার প্রতি আকঙ্ক্ষা অনেক, মেয়র হিসেবে এই চাপ কিভাবে সামাল দেবেন। এমন প্রশ্নের জবাবে ফজলে নূর তাপস বলেন, ‘আমার মনে হয় না যে এই সময়ে যে চাপ নিয়ে আমি মেয়র পদে দায়িত্ব নিয়েছি তা আর কেউ নিয়েছেন। অবশ্যই চাপ আছে তবে বলব আমাকে একটু সময় দেন; আস্থা রাখুন। কাজ করতে গিয়ে আপনাদের সমালোচনা আমি শুনব, উপদেশ গ্রহণ করব। তবে যাই করি ঢাকাবাসীর জন্য সঠিক সিদ্ধান্ত নেব। আর এই সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে কোনো বাঁধা আসলে সেই বাঁধা মানা হবে না। ঢাকাবাসীর কল্যাণেই আমি কাজ করব।’

সদ্য সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেওয়া এবং বর্তমানে চলমান থাকা বিভিন্ন কার্যক্রম চালিয়ে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘ডিএসসিসিতে চলমান থাকা সকল উন্নয়ন কাজ অব্যাহত রাখা হবে। আর করোনা মোকাবিলায় জাতীয় কমিটির দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীও ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য দিচ্ছেন। আমাদের সিটি করপোরেশনের তত্ত্বাবধানেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি ইসতেহারের পাঁচটি বিষয় ছাড়াও সময়োপযোগী যেসব সিদ্ধান্ত বাস্তবায়ণ করা প্রয়োজন সেগুলোও গুরুত্বের সঙ্গে কর্মপরিকল্পনায় যুক্ত করবো। সেই সঙ্গে ডিএসসিসিকে শতভাগ দুর্নীতি মুক্ত করায় হবে অন্যতম একটি লক্ষ।’

উন্নয় ঢাকা তাপস

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর