Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু আরও ১৬ জনের, নতুন আক্রান্ত ৯৩০


১৬ মে ২০২০ ১৪:৫২ | আপডেট: ১৬ মে ২০২০ ১৭:২৫

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড১৯Ñ আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। এছাড়া এই সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ৯৩০ জন রোগী। করোনাভাইরাস বিষয়ে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন। এছাড়া মারা গেছেন মোট ৩১৪ জন।

তিনি জানান, সারাদেশে নমুনা পরীক্ষার জন্য ৪১টি পিসিআর ল্যাব চালু রয়েছে। সাপ্তাহিক ছুটির কারণে সবগুলো ল্যাবের রিপোর্ট আসেনি। এ কারণে ঢাকার ২০টি ল্যাবের মধ্যে ১২টির তথ্য ও ঢাকার বাইরের ২১টি ল্যাবের মাধ্যমে প্রাপ্ত তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৫০১টি। নতুন ও পুরনো নমুনা মিলে মোট পরীক্ষা করা হয় ৬ হাজার ৭৮২টি নমুনা। এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ৯৩০ জন। দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ১১৭ জন।

নাসিমা সুলতানা জানান জানান মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম ও রংপুর বিভাগের দুইজন করে রয়েছেন। ঢাকা সিটিতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন। মৃতদের সবাই পুরুষ।

ব্রিফিংয়ে জানানো হয় গত ২৪ ঘন্টায় আইসোলেশনে গেছেন ৩৪৯ জন। আইসোলেশন থেকে একই সময়ে ছাড় পেয়েছেন ৫১ জন।

করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস নতুন আক্রান্ত নাসিমা সুলতাা স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর