দেশে সাড়ে ১৬ কোটি মোবাইল গ্রাহক, ইন্টারনেট ব্যবহারকারী ১০ কোটি
১৫ মে ২০২০ ২২:৩৩
ঢাকা: দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। একই সঙ্গে মোবাইল ব্যবহারকারীর সংখ্যাও এখন সাড়ে ১৬ কোটিরও বেশি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, দেশে বর্তমানে মোবাইল ব্যবহারকারী ১৬ কোটি ৫৩ লাখে দাঁড়িয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৫৩ লাখ, রবি আজিয়াটার ৪ কোটি ৯৭ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৫৩ লাখ ও টেলিটকের ৪৯ লাখ গ্রাহক রয়েছে। মার্চ শেষে মোবাইল ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা এটি।
এছাড়া, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। বর্তমানে ইন্টারনেট ব্যবহাকারীর সংখ্যা ১০ কোটি ৩২ লাখ। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৫১ লাখ। আর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহাকারীর সংখ্যা ৮০ লাখ ৮৪ হাজার।