উহানে এক-তৃতীয়াংশ নাগরিকের করোনা পরীক্ষা সম্পন্ন
১৫ মে ২০২০ ২০:০৬ | আপডেট: ১৬ মে ২০২০ ০৯:৪৪
নভেল করোনাভাইরাস সংক্রমনের শুরু থেকে বৃহস্পতিবার (১৩ মে) পর্যন্ত চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের এক-তৃতীয়াংশ (৩০ লাখ) নাগরিকের বৈশ্বিক মহামারি কোভিড-১৯ শনাক্তকরন টেস্ট সম্পন্ন হয়েছে। অবশিষ্ট এক কোটি দশ লাখ নাগরিক টেস্টের প্রক্রিয়ার মধ্যে আছেন। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সিনহুয়া নিউজের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবার (১৪ মে) উহানে এক দিনে ১২ লাখ নিউক্লিক এসিড টেস্ট করানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)।
আরও পড়ুন – নমুনা পরীক্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ
সিনহুয়া নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নভেল করোনাভাইরাসের গণসংক্রমণের মুখে ৭৬ দিন লকডাউন করে রাখার পর, ৪০ দিন আগে (৯ এপ্রিল) পুনরায় ব্যবসায় ও শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পর উহানে ভাইরাসটির কী পরিমাণ উপসর্গহীন সংক্রমণ হয়েছে – তা জানতে অনতিবিলম্বে উহানের এক কোটি ৪০ লাখ নাগরিককে নভেল করোনাইরাস টেস্টের আওতায় আনবে এনএইচসি।
করোনা: লাইভ আপডেট
এদিকে, উহানের স্থানীয় এক সরকারি জরুরি বৈঠকের বরাতে জিনহুয়া জানাচ্ছে, যেসব নাগরিকের প্রথম ধাপে করোনা টেস্ট হয়নি, যারা ঘনবসতিপূর্ণ এবং ভাইরাস উপদ্রুত অঞ্চলে বসবাস করছেন – সেই সব নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে টেস্ট করানো হচ্ছে।
যদিও চীনের এনএইচসি’র পক্ষ থেকে বার্তাসংস্থা রয়টার্সকে সরবরাহ করা ডেইটা অনুসারে, এপ্রিলের এক তারিখ থেকে মে মাসের ১৩ তারিখ টাইমলাইনে ১৭ লাখ ৯০ হাজার নাগরিকের টেস্ট সম্পন্ন হওয়ার প্রমাণ পাওয়া যায়।
সেক্ষেত্রে, সিনহুয়া নিউজের পরিবেশিত ডেইটাতে ২০১৯ এর ডিসেম্বর থেকে প্রতিবেদন লেখা অবধি (১৩ মে) টেস্টের আওতায় আসা নাগরিকের সংখ্যা উল্লেখ করা হয়েছে বলে ডেইটা অ্যানালিস্টরা জানিয়েছেন।
প্রসঙ্গত, বিগত ১০ দিন ধরে নিউক্লিক এসিড টেস্টের মাধ্যমে কোভিড-১৯ শনাক্তকরণ টেস্টে উহানে যারা পজিটিভ হয়েছেন, তারা সবাই দীর্ঘদিন ধরে উপসর্গহীনভাবে (শরীরে উচ্চ তাপমাত্রা, গলাব্যথা, হাঁচি, কাশি) ভাইরাসটি বহন করছিলেন।
তবে, নভেল করোনাভাইরাস প্রকৃতি পরিবর্তন (মিউটেশন) করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখিত দ্বিতীয় দফা সংক্রমণ চীনে শুরু হয়েছে কি না – সে বিষয়টিও খতিয়ে দেখছেন চীনের স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
আরও পড়ুন –
উহানে উপসর্গহীন করোনা সংক্রমণ, গণটেস্ট করানোর উদ্যোগ
চীনে ফের করোনা সংক্রমণ শুরু, শুলান শহর লকডাউন
পৃথিবী পুরোপুরি করোনামুক্ত হবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উপসর্গহীন করোনা সংক্রমণ উহান করোনা টেস্ট কোভিড-১৯ চীন টপ নিউজ নভেল করোনাভাইরাস নিউক্লিক এসিড টেস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)