Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেড়েছে ব্রয়লার মুরগির দাম, সবজির দর নাগালের মধ্যে


১৫ মে ২০২০ ১৭:২৪

ঢাকা: করোনাভাইরাসের কারণে বাজারে সবজির মূল্য স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম। মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে।

শুক্রবার (১৫ মে) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা যায়।

বাড্ডা- রামপুরা বাজার ঘুরে দেখা যায়, তরি তরকারি মূল্য অপরিবর্তিত আছে কিন্তু সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০/ ৪০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম।

ভ্যানগাড়িতে সবজি বিত্রেতা রেজাউল জানান, টমেটো কেজি ৩০ থেকে ৪০ টাকা কেজি, করলা ৪০ টাকা, কচুরলতি ৫০ টাকা, পটল ৩০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা, শশা ৩০ টাকা কেজি, ফুল কপি ৩০ থেকে ৪০ টাকা প্রতি পিছ বিক্রি করছেন। এ ছাড়া মাঝারি সাইজের লাউ প্রতি পিছ ৪০ টাকা। লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি করছেন তিনি।

সবজির দাম আগের মতোই আছে বলেও তিনি জানান। তবে বেগুনের দাম একটু বেশি। প্রতি কেজি লম্বা বেগুন ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর বাজারে নতুন আসা কচুরমুখি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

মুদি দোকানদার আব্দুল মান্নান বলেন, নিত্য পণ্যের দাম আগের মতোই আছে। কোনো কিছুরই দাম বাড়েনি।

তিনি জানান, চালের দাম কেজিতে কিছুটা কমেছে। মিনিকেট চাল খুচরা বিক্রি হচ্ছে কোম্পানি ভেদে ৫৬ থেকে ৬০ টাকা। বাসমতি ৬১ টাকা, নাজিরশাহীর ৬৫ টাকা, আর মোটা চাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। পোলার চাল ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে।

বাজারে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে ডালের দাম। কেজিতে ৫ টাকা দাম কমে প্রতি কেজি ডাবলি ডাল বিক্রি হচ্ছে ৪৫ টাকা, অ্যাংকর ৫০ টাকা। কেজিতে ১০ টাকা কমে প্রতিকেজি দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকা, মসুর (মোটা) ৮০ টাকা।

বিজ্ঞাপন

ইলিশ মাছ বিক্রেতা শহিদুল ইসলাম জানান, বড় সাইজ ইলিশ মাছ কেজি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০টাকা। ছোট সাইজ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা কেজি দরে। তেলাপোয়া ১৬০ টাকা কেজি। চিংড়ি আকার অনুসারে দাম ৫০০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি।

ব্রয়লার মুরগির দাম বৃদ্ধির কারন জানতে চাইলে দোকানি জানান, অনেক দিন তো মুরগির দাম কমই ছিল। উৎপাদনকারীরা অনেকেই মুরগি উৎপাদন করছেন না। এখন সংকট দেখা দিচ্ছে এ কারণে দাম বাড়ছে।

বাজার ঘুরে দেখা যায়, দীর্ঘ দিন ধরে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত বন্ধ থাকায় তার প্রভাব পড়ছে বাজারে। সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন হলেও বাজারে আগের মত ভিড় নেই। বেচাকেনায় নেই হই-হুল্লোড়।

টপ নিউজ নিত্য পণ্য মুরগি মুরগির দাম সবজি সবজির দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর