Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেবেন তাপস


১৫ মে ২০২০ ১৭:২৩

ঢাকা: আগামীকাল শনিবার (১৬ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। শুক্রবার (১৫ মে) বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ হচ্ছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

বার্তায় জানানো হয়, আগামীকাল শনিবার দুপুরে ডিএসসিসির মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এদিন দায়িত্ব গ্রহনের পর বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে অনলাইন ব্রিফিংয়ে অংশ নেবেন তিনি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফজলে নূর তাপস মেয়রের দায়িত্ব

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর