Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা: আসামি রিমান্ডে


১৫ মে ২০২০ ১৬:৪১

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় আবুল বাশার তালুকদার (৩২) নামে এক ঠিকাদার হত্যায় ঘটনায় শফিকুল ইসলামকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ মে) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক আর্সেল তালুকদার আসামিকে আদালত হাজির করে ঠিকাদার বাশার হত্যার রহস্য উদঘাটনের জন্য শফিকুলকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত রক্তমাখা রামদাও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞরাসাবাদে শফিক হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ১৩ মে রাতে দুর্বৃত্তরা মাদানী ঝিলপাড় এলাকায় বাশারকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আবুল বাশারের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার ফোয়াজপুর গ্রামে। তার বাবা মরহুম মাজেন তালুকদার। তিনি ঢাকায় খিলগাঁওয়ের নবীনবাগ এলাকায় থাকতেন।

ওই ঘটনায় বৃহস্পতিবার খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আদালত ঠিকাদার হত্যা রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর