Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতেও এক মিনিটের বাজারে বিনামূল্যে সবজি পেলেন দুঃস্থরা


১৫ মে ২০২০ ১৬:২২ | আপডেট: ১৫ মে ২০২০ ১৬:৩০

রাঙ্গামাটি: চট্টগ্রামের পর পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও ‘এক মিনিটের বাজার’ থেকে বিনামূল্যে সবজি পেলেন নিম্ন আয়ের মানুষেরা। সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে চালু হয়েছে এই ‘এক মিনিটের বাজার’। এতে করে সাধারণ মানুষও কোনো ধরনের ঝামেলা ছাড়াই বিনামূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন।

শুক্রবার (১৫ মে) সকালে জেলা শহরের চিংহ্লামং মারী স্টেডিয়ামে সাজানো হয় পুরো বাজার। এ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলামসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এদিকে সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পণ্য সংগ্রহ করতে আসা দুঃস্থরা ও সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

করোনায় কর্মহীন হয়ে বিপর্যস্ত নিম্নবিত্তদের হাতে প্রয়োজনীয় বাজার তুলে নিতে রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে এ কার্যক্রম চালু হয়েছে। পুরোপরি ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করে এ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া প্রবেশপথে ছিল জীবাণুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থাও। টেবিলে সাজানো ছিল চাল এবং আলু, ঢেঁড়সসহ নানা ধরনের সবজি। এ বাজার থেকে প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ ব্যক্তিরা বিনামূল্যে নিজেদের প্রয়োজনীয় পণ্যটি সংগ্রহ করে নিয়ে যান। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিত্যপণ্য সংগ্রহ করতে আসা কয়েকজন জানান, করোনার কারণে সব ধরনের কাজ বন্ধ থাকায় যা অর্থ জামানো ছিল, তা অনেক আগেই শেষ হয়েছে। শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে চাল, আলু, ঢেঁড়স, বরবটি, কচুর লতি, কাঁচামরিচসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেয়েছি। এতে করে আমাদের কয়েকটা দিন অনায়াসে কেটে যাবে।

বিজ্ঞাপন

সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান বলেন, পার্বত্য এলাকায় সন্ত্রাস দমনের পাশাপশি সেনাবাহিনী মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সবজি কিনে এই ব্যতিক্রমধর্মী বাজারের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষরা যেমন বিনামূল্যে কয়েকদিনে বাজার পেলেন, তেমনই প্রান্তিক কৃষকরাও তদের ফসলের ন্যায্য মূল্য পেয়েছেন।

এক মিনিটের বাজার বিনামূল্যে বাজার রাঙ্গামাটি সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর