ঢাকা থেকে পালানো কোভিড রোগীকে সাতক্ষীরায় উদ্ধার
১৪ মে ২০২০ ১৩:০২ | আপডেট: ১৫ মে ২০২০ ১১:৩৬
সাতক্ষীরা: ঢাকা থেকে পালিয়ে যাওয়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক তরুণীকে সাতক্ষীরার আশাশুনি থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রায় ছয় ঘণ্টায় অভিযানের পর তাকে উদ্ধার করা সম্ভব হয়। ওই ব্যক্তিকে পরে আইসোলেশনে নেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর ফুটবল মাঠ এলাকা থেকে সাতক্ষীরা জেলা পুলিশ ওই কোভিড-১৯ পজিটিভ তরুণীকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী ঢাকা থেকে পালিয়ে এসেছেন। আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামে তার মামার বাড়ি। সেখানেই তিনি আশ্রয় নিয়েছিলেন। ওই মামার বাড়ি লকডাউন করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুত মিশ জানান, রাতে পুলিশের সমন্বয়ে একটি টিম ওই তরুণীকে উদ্ধার করে। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ওই তরুণী আশাশুনি এলাকার আরও ছয়টি বাড়িতে গিয়েছেন এবং এক মৃত আত্মীয়ের বাড়িতেও গিয়েছেন বলে জানান তিনি। ওই ছয়টি বাড়িও লকডাউন ঘোষণা করা হয়েছে।
করোনা পজিটিভ কোভিড-১৯ ঢাকা থেকে পালানো তরুণী সাতক্ষীরার আশাশুনিতে উদ্ধার