পশুর নদীতে জালে উঠে এলো হাত-পা বাঁধা মরদেহ
১৫ মে ২০২০ ০৮:২০ | আপডেট: ১৫ মে ২০২০ ১১:১৪
মোংলা (বাগেরহাট): মোংলার সাইলো এলাকা সংলগ্ন পশুর নদীর থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাত-পা বাঁধা ও গলায় পাথর ঝোলানো অবস্থায় মরদেহটি জেলেদের জালে ধরা পড়ে।
বৃহস্পতিবার (১৪ মে) মরদেহটি জেলেদের জালে আটকা পড়ে। পরে জেলেরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
চিলা ইউনিয়নের গ্রাম পুলিশ রঞ্জন কুমার জানান, জেলেরা লাশটি পেয়ে আমাদের জানায়। আমরা পুলিশকে খবর দিলে নৌপুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। কয়েকদিন পানিতে থাকায় লাশটি গলতে শুরু করেছে বলে জানান তিনি।
মোংলা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন শরিফ জানান, স্থানীয় জেলেরা পশুর নদীতে জাল ফেললে আনুমানিক ৪৫ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ জালে আটকায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মোংলা থানায় নিয়ে আসে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ধারণা করা হচ্ছে, কেউ মেরে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে মরদেহটি। এ ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।