Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর কড়াইল বস্তিতে ‘বন্দুকযুদ্ধ’, নিহত এক


১৫ মে ২০২০ ০৩:২০ | আপডেট: ১৫ মে ২০২০ ১৩:৪৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মহাখালী কড়াইল বস্তি এলাকায় র‍্যাব-১ এর সঙ্গে বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত মারা যাওয়া ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

বন্দুকযুদ্ধে মারা যাওয়া ওই ব্যক্তিকে রাত সোয়া দুইটার দিকে র‍্যাবের একটি গাড়িতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের ব্যাপারে বিস্তারিত কেউ জানাতে পারেননি।

বিজ্ঞাপন

বনানী থানার ডিউটিরত অফিসার পিএসআই মিরাজ আহমেদ রাত ২ টা ৪০ মিনিটে বলেন, কড়াইল বস্তিতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে। এসময় একজন মারা গেছেন। তার পরিচয় জানতে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন ওয়ার্ড বয় সারাবাংলাকে বলেন, র‍্যাব-১ এর সঙ্গে মহাখালীতে বন্দুকযুদ্ধে একজন মারা গেছেন। তাকে ঢামেকে নিয়ে আসা হয়েছিলো।

অন্যদিকে বন্দুকযুদ্ধের ব্যাপারে জানতে চাইলে র‍্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি সুজয় সরকার রাত আড়াইটায় সারাবাংলাকে বলেন, ঘটনাটি এখনো তার জানা নেই। খোঁজ নিয়ে জানাবেন বলে জানান তিনি।

কড়াইল বস্তি টপ নিউজ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর