লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ইটভাটা মালিকের মৃত্যু
১৫ মে ২০২০ ০০:৪১ | আপডেট: ১৫ মে ২০২০ ০১:২৯
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ইটভাটার মালিক মো.ইসরাফিল (৪৮)। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১ টায় ওয়াপদা অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মো. ইসরাফিল (৪৮) জেলার কমলনগর তোরাবগন্ধজ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় ইটভাটার (কোম্পানি) মালিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে চেপে মো.ইসরাফিল কমলনগর থেকে লক্ষ্মীপুর আসছিলেন। সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার ওয়াপদা অফিসের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ সামনে এসে পড়ে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান মো. ইসরাফিল। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। তবে পিকআপ চালক এখনো আটক হয়নি।