Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২ ডাক্তারসহ ৬১ জন করোনায় আক্রান্ত


১৫ মে ২০২০ ০০:০৬ | আপডেট: ১৫ মে ২০২০ ০০:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে কররোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দু’জন চিকিৎসকসহ চট্টগ্রাম জেলার ৬১ জন। বাকি ১৫ জন বিভাগের বিভিন্ন জেলার।

বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২৫৭ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৯ জন চট্টগ্রামের, যার মধ্যে নগরীর ২৬ জন এবং বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও বাঁশখালী উপজেলার তিন জন আছেন। বাকি চার জন অন্য জেলার।

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষায় ২৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা। ২৫ জন চট্টগ্রাম মহানগরীর এবং একজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষায় ১৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার ৬ জন এবং বাকি ১১ জন বিভাগের অন্য জেলার।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন, চমেকের ল্যাবে শনাক্তদের মধ্যে একজন চমেক হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক। তার বয়স ৩৬ বছর। এছাড়া নগরীর চকবাজার এলাকার এক নারী চিকিৎসকের শরীরেও সংক্রমণ শনাক্ত হয়েছে, যার বয়স ২৭ বছর।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৫৭৩ জনের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৯ জন। মারা গেছেন ২৮ জন।

বিজ্ঞাপন

করোনা পরীক্ষা করোনায় আক্রান্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ টপ নিউজ বিআইটিআইডি সংক্রমণ শনাক্ত সিভাসু

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর